ইউক্রেনে নারী সেনাদের পায়ে হিল জুতা পরে মার্চপাস্ট

ইন্টারন্যাশনাল ডেস্কঃ০৫জুলাই

ইউক্রেনে হাই-হিল পরে মার্চপাস্ট করতে দেখা গেছে নারী সেনাদের। সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের দায়িত্বে নারীদের হাই-হিল পরানোর এই নীতি নিয়ে এরই মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্ক দেশটির পার্লামেন্ট পর্যন্ত গিয়েছে।

অভিযোগ উঠছে, যুবতী সেনা সদস্যদের আবেদনময়ী দেখানোর জন্য এ ধরনের জুতা পরানো হয়েছে। এর মধ্য দিয়ে তাদের যৌনভাবে হেনস্তা করার জন্য কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।

মিডিয়ায় এমন ছবি প্রকাশিত হওয়ার পর ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ পদগুলোর দায়িত্বরতদের ভ্রু উত্থিত হয়েছে। দ্য হিল। স্বাধীনতা অর্জনের ৩০ বছর পূর্তি আগামী মাসে। তা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি।

এ জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেনাসদস্যদের। তার মধ্যে আছেন যুবতীরাও। তাদের হাই-হিল পরিয়ে প্রশিক্ষণ দেওয়া নিয়ে কথা উঠেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ