আজকের সত্য সংবাদঃ আত্ম মানবতার ত্যাগী নেতা একজন সৎ আদর্শবান ব্যক্তি যার নাম আলতাব হোসেন চৌধুরী বাচ্চু।
যার গুণের কথা বলে লিখে শেষ করা যাবে না বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক এই ত্যাগী নেতা। শুধু একদিনের কথা বলছি দীর্ঘ বছর আগে আন্দোলনের সময় রাজপথে অনেক নেতাকর্মীদের নিয়ে আগ্রাবাদ ফুটপাতে বসে সকলকে নিয়ে বাদাম খাচ্ছেন।
আবার মশার কামড় থেকেও রেহাই পান নাই এই সেই নেতার রাজপথের অনেক কষ্টের দৃশ্য আমার চোখের নজরে পড়ে।
এই ত্যাগী নেতার আরেক নাম চট্টগ্রাম মহানগর ও বন্দরের সকল নেতা কর্মী সদস্য শ্রমজীবী পেশাজীবী সকলের যেখানে সমস্যা সেখানে সমাধান।
আমি আজকের সত্য সংবাদ ,পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে বলছি।